বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মঠবাড়িয়ায় বাসে কিশোরী উত্ত্যক্তে হেলপারের কারাদণ্ড

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

মঠবাড়িয়ায় বাসে কিশোরী উত্ত্যক্তে হেলপারের কারাদণ্ড

পিরোজপুরের মঠবাড়িয়ায় যাত্রীবাহী চলন্ত বাসে এক স্কুলপড়ুয়া কিশোরীকে (১৫) উত্ত্যক্ত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে বাসের হেলপার আবু সুফিয়ান ফকিরকে (৩৫) এক মাসের কারাদণ্ড দিয়েছেন। 

গত সোমবার রাতে মঠবাড়িয়া ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ আদেশ দেন। পরে তাকে পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্ত ওই বাসের হেলপার পিরোজপুর জেলার কাউখালী উপজেলার জয়নাল ফকিরের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানা যায়, গত সোমবার সকালে চট্টগ্রাম থেকে পাথরঘাটাগামী বলেশ্বর পরিবহন যাত্রীবাহী বাসে এক স্কুলছাত্রী মঠবাড়িয়া যাচ্ছিল। মঠবাড়িয়ার কাছে আসায় ইতোমধ্যে বহু যাত্রী বাস থেকে নেমে গেছেন। 

সন্ধ্যার দিকে উপজেলার ঝাইতলা নামক স্থানে বাসটি পৌঁছলে ওই কিশোরীর পাশের সিট খালি থাকায় বাসের হেলপার ফাঁকা সিটে বসে ওই স্কুল ছাত্রী কিশোরীকে নানাভাবে উত্ত্যক্ত করতে থাকেন। একপর্যায়ে বিষয়টি বাসের অন্য যাত্রীদের নজরে আসে। বাসটি রাতে মঠবাড়িয়া পৌরসভার স্টেশনে পৌঁছলে যাত্রীরা বিষয়টি টহলরত পুলিশকে জানায়। 

পুলিশ ওই বাস হেলপারকে আটক করে মঠবাড়িয়া ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূমের কাছে হাজির করে। এসময় অভিযুক্ত আবু সুফিয়ান ওই ছাত্রীকে উত্ত্যক্তের বিষয়টি স্বীকার করে।

ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূম বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত বাসের হেলপার আবু সুফিয়ান ওই ছাত্রীকে উত্ত্যক্তের বিষয়টি স্বীকার করেছে। পরে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

টিএইচ