বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মঠবাড়িয়ায় ভোক্তা অধিকারে চার প্রতিষ্ঠানকে জরিমানা

মঠবাড়িয়া প্রতিনিধি

মঠবাড়িয়ায় ভোক্তা অধিকারে চার প্রতিষ্ঠানকে জরিমানা

পিরোজপুরের মঠবাড়িয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪ প্রতিষ্ঠানকে সাড়ে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। বুধবার (১ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত মঠবাড়িয়া পৌর শহরে ভোক্তা অধিকার সংরক্ষণের বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। 

পিরোজপুর ভোক্তা অধিকারের সহকারী পরিচালক দেবাশীষ রায় এ অভিযান পরিচালনা করেন। এসমসয় উপস্থিত ছিলেন, উপজেলা সেনেটারি কর্মকর্তা শেখ এহসান কবির, মঠবাড়িয়া থানা পুলিশের একটি টিম ও স্থানীয় গণমাধ্যম কর্মিরা।

পিরোজপুর ভোক্তা অধিকারের সহকারী পরিচালক দেবাশীষ রায় বলেন, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে মঠবাড়িয়া পৌর শহরে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে পৌর শহরের হোটেল পট্টি এমাদুল হোটেলকে বাসি-পঁচা খাবার বিক্রির দায়ে ৪ হাজার, সদর রোডস্থ মুদি দোকানী মোস্তফাকে বিভিন্ন ব্রান্ডরোল পণ্য বিক্রির দায়ে ২ হাজার,  ব্যাংপাড়া ভেজাল গুড়া মসলা (মরিচ) বিক্রির দায়ে বেল্লাল হোসেনকে ৭ হাজার এবং সাইদুল ইসলামকে ২ হাজার ৫০০ টাকার দণ্ডাদেশ দেয়া হয়।

এসময় সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানসহ আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানকে ভেজাল পণ্য বা খাদ্যদ্রব্য বিক্রির ব্যাপারে সতর্ক করা হয়। পিরোজপুর ভোক্তা অধিকারের সহকারী পরিচালক দেবাশীষ রায় আরও বলেন, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান অব্যাহত থাকবে।

টিএইচ