শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

মঠবাড়িয়ায় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

মঠবাড়িয়া প্রতিনিধি 

মঠবাড়িয়ায় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার  ৫২ মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। মেধাবী শিক্ষার্থীদের ভালোভাবে লেখাপড়ায় উৎসাহিত ও আলোকিত মানুষ গড়ার লক্ষে শনিবার (৭ অক্টোবর) সকাল ১০টায়  স্থানীয় সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মিলনায়তনে খলিলুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। 

এ সময় নুরজাহান অ্যান্ড খলিলুর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ খলিলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাউয়ূম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম আবুল খায়ের, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ আজিম উল হক, অধ্যক্ষ আবদুল্লাহ আল মারুফ, অধ্যক্ষ আলমগীর হোসেন, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক আব্দুল রাশেদ হাওলাদার, পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) আবদুল হালিম, প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজু প্রমুখ।

উল্লেক্ষ, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. খলিলুর রহামানের প্রতিষ্ঠিত নুরজাহান অ্যান্ড খলিলুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবছর স্কুল, কলেজ ও মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে। 

টিএইচ