সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

মঠবাড়িয়ায় ৩৩২ কোটি টাকার উন্নয়নমূলক কাজের উদ্বোধন 

মঠবাড়িয়া প্রতিনিধি 

মঠবাড়িয়ায় ৩৩২ কোটি টাকার উন্নয়নমূলক কাজের উদ্বোধন 

পিরোজপুরের মঠবাড়িয়ায় ৩৩২ কোটি টাকা ব্যয়ে সড়ক ও জনপথ বিভাগের গুরুত্বপূর্ণ ১৬টি ব্রিজ ও ২৯ টি কালভার্ট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। 

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের এমপি ডা. মো. রুস্তুম আলী ফরাজি প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অডিটরিয়ামে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূমের সভাপতিত্বে ও প্রভাষক রামীম আহম্মেদের সঞ্চলনায় আরও বক্তব্য রাখেন, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. রাজিমুল আলম রাজু, উপজেলা জাতীয় পার্টি (এরশাদ) সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম টুকু, যুবলীগ নেতা তৌহিদ মাসুম, সুমন বেপারী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মো. জাহাঙ্গীর হোসেন, মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার, ওসি (অপারেশন) আব্দুল হালিম, সাংবাদিক আবদুস সালাম আজাদী, মজিবর রহমানসহ স্থানীয় বিভিন্ন জনপ্রতিনিধি ও সুধি সমাজের নেতারা।

জানা গেছে, পিরোজপুর-পাথরঘাটা অঞ্চলিক মহাসড়কে মঠবাড়িয়া অংশের ১৬ টি স্টিল ব্রিজ ও ২৯ টি কালভার্ট বহু বছর ধরে জরাজীর্ণ ও ঝুঁকিপুর্ণ অবস্থায় রয়েছে। 

প্রতিনিয়ত ঘটছে ছোটবড় দুর্ঘটনা এ সড়কটি দিয়ে দেশের অন্যতম মৎস্য আহরণ ও সংরক্ষণ কেন্দ্র বরগুনা জেলার পাথরঘটার গাড়ি মঠবাড়িয়া হয়ে ঢাকা, খুলনা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্তে চলাচল করে। 

স্টিল ব্রিজ ও পুরানো কালভার্টগুলো নতুন করে আরসিসি ব্রিজ ও কালভার্ট নির্মাণ হলে এ এলাকার অর্থনৈতিক সাফলের পাশাপাশি সব শ্রেণির লোকের সুবিধা হবে।

টিএইচ