পিরোজপুরের মঠবাড়িয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে মঠবাড়িয়া উপজেলা পর্যায়ে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান টিসিবি।
সে আলোকে ৫ জুন সকাল থেকে বিকাল পর্যন্ত পৌর মঠবাড়িয়া সদর ইউনিয়নের সুবিধাভোগীদের মধ্যে এসব পণ্য বিক্রি করেন ডিলার শেখ মো. জাহাঙ্গীর হোসেন।
মঠবাড়িয়া বহেরতলা টিসিবি ডিলারের গুদাম ঘরে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্যানেল চেয়ারম্যান ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মোজাম্মেল হক।
এ সময় তদারকি কর্মকর্তা সহকারী শিক্ষা কর্মকর্তা ইউনুস আলী, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জুলফিকার আমীন সোহেল, চপল দফাদার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ কার্যক্রমের আওতায় একজন ভোক্তা ৭০ টাকা কেজি দরে দুই কেজি মশুর ডাল ও ১১০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।
ডিলার শেখ জাহাঙ্গীর হোসেন বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী সদর উপজেলার ১১৬৮ সুবিধাভোগীর মাঝে এসব পণ্য বিক্রি করা হয়। তবে চিনি না পাওয়ায় ভোক্তারা ক্ষোভ প্রকাশ করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার বলেন, চিনির বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
টিএইচ