সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

মঠবাড়িয়া পৌরসভায় টিসিবি পণ্য বিক্রয় 

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

মঠবাড়িয়া পৌরসভায় টিসিবি পণ্য বিক্রয় 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে মঠবাড়িয়া পৌরসভায় ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সে আলোকে রোববার (২৫ জুন) এ টিসিবি পণ্য বিক্রয়ের উদ্বোধন করেন পৌর প্রশাসক মো. আরিফ উল হক।

এসময় পৌর নির্বাহী কর্মকর্তা মো. হারুণ অর রশিদ, নির্বাহী প্রকৌশলী আব্দুস ছালেক, প্রেস ক্লাব সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাংবাদিক ইউনিয়ন সভাপতি জামাল এইচ আকন প্রমুখ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ কার্যক্রমের আওতায় একজন ভোক্তা ৭০ টাকা কেজি দরে ২ কেজি মশুর ডাল ও ১০০ টাকা দরে ২ লিটার সয়াবিন কিনতে পারবেন।

টিএইচ