সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

মঠবাড়িয়া পৌর শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান 

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

মঠবাড়িয়া পৌর শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান 

পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভায় অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চলমান রয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) পৌর শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদ পরিচালনা করেন, পৌর প্রশাসক মো. আরিফ উল হক। এর আগে দুবার এ কার্যক্রম পরিচালিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. হারুন অর রশিদ, নির্বাহী প্রকৌশলী আব্দুস ছালেক, বনিক সমিতির সভাপতি সামসুল আহসান খোকা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আজীম উল হক, পৌর হিসাব রক্ষক কর্মকর্তা মিজানুর রহমান, কর কর্মকর্তা মো. মনিরুজ্জামানসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

পৌর প্রশাসক মো. আরিফ উল হক বলেন, এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা পৌর শহরে তাদের দোকানের সামনে এবং রাস্তার পাশে ছোট-ছোট বিভিন্ন প্রকার দোকান বসিয়ে অবৈধভাবে ব্যবসা করে আসছিলে। 

এ অবৈধ দখলের কারণে স্থায়ী ব্যবসায়ী, পথচারী ও পৌরবাসীর অসুবিধার পাশাপাশি সড়কে যানজট বৃদ্ধি পায়। একাধিকবার নোটিশ, মাইকিং করার পরেও অবৈধ দখলদারেরা গুরুত্ব দেয়নি। 

তাই জনকল্যাণে পৌরসভা বাজারের প্রধান গলি থেকে হাসপাতাল সড়ক, ৩ নং ওয়ার্ডের গাড়ির স্ট্যান্ড, দক্ষিণ বন্দর পিয়াজ হাটা, ফার্মেসি সড়ক ও পৌর ভবন থেকে উপজেলা পরিষদ সম্মুখ সড়ক পর্যন্ত সড়কের দু‘পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

তিনি আরও বলেন, পৌরসভার পক্ষ থেকে অবৈধ স্থাপনার ব্যাপারে নিয়মিত তদারকি করা হবে এবং এ অভিযান অব্যাহত থাকবে। 

টিএইচ