সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

মঠবাড়িয়া বহুমূখী মার্কেট খুলে দেয়ার দাবিতে মানববন্ধন

মঠবাড়িয়া প্রতিনিধি

মঠবাড়িয়া বহুমূখী মার্কেট খুলে দেয়ার দাবিতে মানববন্ধন

পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার বহুমুখী মার্কেট (ফিস মার্কেট) খুলে দেয়ার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ব্যবসায়ীরা। 

সোমবার (৩ জুলাই) ফিস মার্কেট সম্মুখ সড়কে এ মানববন্ধন ও সমাবেশে  বক্তব্য রাখেন, পৌর প্রশাসক ও মঠবাড়িয়া মৎস্য ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. আরিফ উল হক, সাধারণ সম্পাদক ফুল মিয়া সরদার, মৎস্য ব্যবসায়ী নাসির উদ্দিন পিন্টু সরদার, মো. বাদল সরদার, মো. বাবর আলী, খোকন মিয়া, ইউনুস আলী প্যাদা প্রমুখ।

পৌর প্রশাসক মো. আরিফ উল হক বলেন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় ৯ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে পৌর শহরের প্রাণ কেন্দ্রে নির্মিত ৩ তলা বিশিষ্ট বহুমূখী মার্কেটি খুলে না দেয়ায় পৌরসভা হারাচ্ছে মোটা অংকের রাজস্ব। 

অপরদিকে ব্যবসায়ীরা রাস্তার পাশে বসে যত্রতত্র ব্যবসা পরিচলনা করায় পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি শহরে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। তিনি দ্রুত মার্কেটটি খুলে দেয়ার জন্য ঊর্ধ্বতন কর্তপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

টিএইচ