বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
The Daily Post

মঠবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

মঠবাড়িয়া প্রতিনিধি

মঠবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘মঠবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন’ এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ২৪ জানুয়ারি ২৫ সাংবাদিক ইউনিয়নের নির্বাচনের সিদ্ধান্ত নেয়া হয়। সোমবার (৬ জানুয়ারি) সাংবাদিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় জামাল এইচ আকনের (আমার সংবাদ) সভাপতিত্বে ও সদস্য বেলাল জোমাদ্দারের (দক্ষিণাঞ্চল) সঞ্চালনায় বক্তব্য দেন, সদস্য জুলফিকার আমীন সোহেল (রূপালী বাংলাদেশ), বেল্লাল হোসাইন বাবু (খরবপত্র), মো. রুম্মান হাওলাদার (ভোরের ডাক), রেজাউল ইসলাম (ভোরের দর্পণ), মো. আসাদুজ্জামান খান (আজকোর দর্পণ) প্রমুখ।

সভায় ক্লাবের আগামী নির্বাচন পরিচালনার জন্য কমিটি গঠন, সদস্যদের মাসিক চাঁদা নির্ধারণ, ক্লাবকে আরও গতিশীল করতে যুগান্তকারী সিদ্ধান্ত  গ্রহণ করা হয়। 

টিএইচ