বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মদনে ইউপি চেয়ারম্যানের দুর্নীতি মন্ত্রণালয়ের কারণ দর্শানোর নোটিশ

মদন (নেত্রকোণা) প্রতিনিধি

মদনে ইউপি চেয়ারম্যানের দুর্নীতি মন্ত্রণালয়ের কারণ দর্শানোর নোটিশ

মদন উপজেলার ৭নং নায়েকপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছলেহ উদ্দিন ভূঁঞার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের কার্যক্রমে অনিয়ম, দুর্নীতি, ঈদুল আজাহার চাল, অর্থ আত্মসাতের এবং পরিষদের সদস্যদেরকে অন্তর্ভুক্ত না করার অভিযোগে ইউপি চেয়ারম্যান মোছলেহ উদ্দিন ভূঁঞার বিরুদ্ধে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে গত ২৪ জুলাই কারণ দর্শানোর নোটিশ প্রদান করে।

জানা যায়, নেত্রকোণা জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে ১০ কার্যদিবসের মধ্যে ওই চিঠির জবাব প্রেরণের নির্দেশ প্রদান করেছেন।

গত ১৬ এপ্রিল চেয়ারম্যান মোছলেহ উদ্দিন ভূঁঞার অনিয়ম ও দুর্নীতির কারণে এবং পরিষদের ইউপি সদস্যদের কোন কাজে অন্তর্ভুক্ত না করার কারণে  ৫ ইউপি সদস্য জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করায় জেলা প্রশাসক নেত্রকোণা অভিযোগসমূহ তদন্ত করে ৪টি অভিযোগের সত্যতা নিশ্চিত করে চেয়ারম্যানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য মন্ত্রণালয়ে প্রতিবেদন প্রেরণ করেন। 

এ ব্যাপারে নায়েকপুর ইউপি চেয়ারম্যান মোছলেহ উদ্দিন ভূঁঞা জানান আমি এখন পর্যন্ত এ বিষয়ে কিছু জানি না ।

টিএইচ