বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মদনে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

মদন (নেত্রকোনা) প্রতিনিধি 

মদনে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৮ম অলিম্পিয়াড উদযাপন উপলক্ষে বিজ্ঞান মেলা উদ্বোধনী অনুষ্ঠিত হয়।

সোমবার (২২ জানুয়ারি) দুই দিনব্যাপী অনুষ্ঠিত এ মেলা উদ্বোধন করেন, মদন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান। সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. শাহ আলম মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসাইন, কৃষি অফিসার মো. হাবিবুর রহমান, মৎস্য অফিসার মো. কামরুল ইসলাম, ভেটেনারি সার্জন অমিত শাহা, অফিসার ইনচার্জ উজ্জ্বল কান্তি সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিকুল বারী,বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা গাজী ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, ইউপি চেয়ারম্যান মো. সামিউল হায়দার সফিসহ অন্যরা। 

মেলায় অংশগ্রহণকারী মোট ১৭টি স্টল পরিদর্শন করেন অতিথিরা। উক্ত বিজ্ঞান মেলা ২০২৩ সালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও জাতীয় সংসদ নির্বাচনের কারণে চলতি বছরের (২০২৪ সাল) ২২, ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, কৃষি সম্প্রসারণ অফিসার মৌরি তানিয়া মৌ। 

টিএইচ