সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

মদনে ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে ডিসির মতবিনিময় 

মদন (নেত্রকোনা) প্রতিনিধি

মদনে ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে ডিসির মতবিনিময় 

নেত্রকোনার মদন  উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার (৩১ ডিসেম্বর) উপজেলা পাবলিক হলে এ মতবিনিময় সভা হয়।

সভায় কৃষি সমপ্রসারণ কর্মকর্তা মৌরিন তানিয়া মৌয়ের  সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটারিং কর্মকর্তা মো. শাহ আলম মিয়ার  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহেদ পারভেজ। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এটি,এম, আরিফ, উপজেলা নির্বাচন কর্মকর্তা হামিদ ইকবাল, ওসি উজ্জ্বল কান্তি প্রমুখ। 

প্রধান অতিথি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহেদ পারভেজ নির্বাচনি বিষয়ে ভোটগ্রহণ কর্মকর্তাদের মধ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

টিএইচ