বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মদন-ফতেপুর সড়কের বেহাল দশা 

মদন (নেত্রকোনা) প্রতিনিধি

মদন-ফতেপুর সড়কের বেহাল দশা 

নেত্রকোনা জেলার মদন উপজেলায় ভোগান্তির আরেক নাম যেনো মদন-ফতেপুর সড়ক। এ সড়ক দিয়ে উপজেলা সদরসহ ঢাকা, ময়মনসিংহে চলাফেরা করে মদন সদর, তিয়শ্রী ও ফতেপুরসহ তিনটি ইউনিয়নের শত শত মানুষ। কিন্তু সড়কের ১৩ কিলোমিটার রাস্তার মধ্যে বেশিরভাগ জায়গা ভেঙে যাওয়ায় তৈরি হয়েছে মরণ ফাঁদে। 

প্রতিনিয়তই ঘটছে এখানে বিভিন্ন দুর্ঘটনা। সামান্য বৃষ্টি হলেই পানি জমে খানাখন্দ ও ডোবায় পরিণত হয় রাস্তাটি। কিন্তু বিকল্প রাস্তা না থাকায় মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় এ রাস্তা দিয়েই। 

এ বিষয়ে স্থানীয়রা জানান, সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না করার কারণে বেশিরভাগ জায়গা এখন ভেঙে ডোবায় পরিণত হয়েছে। এ রাস্তা দিয়ে অসুস্থ রোগী কিংবা গর্ভবতী মহিলা নিয়ে যাওয়া তো দূরের কথা সুস্থ-সবল শরীর নিয়ে চলাচল করা সম্ভব হয় না। 

তাছাড়া এই রাস্তার কারণে আমাদের কৃষি, ব্যবসা-বাণিজ্যের অনেক ক্ষতি হচ্ছে। তাই আমরা চাই এ রাস্তাটি যেন খুব শিগগিরই সংস্কার করা হোক। 

এ বিষয়ে তিয়শ্রী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান বলেন, রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না করার কারণে এখন এটা দিয়ে চলাচল করতে মানুষের অনেক কষ্ট হচ্ছে। তাই আমরা চাই রাস্তাটি যেন খুব শিগগিরই সংস্কার করা হোক। 

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া পিয়াল জানান, রাস্তাটির বিষয়ে প্রস্তাবনা পাঠিয়েছি। বাজেট পেলেই  কাজ শুরু করব।

টিএইচ