সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

মধুপুরে চালককে খুন করে অটো ছিনতাই 

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মধুপুরে চালককে খুন করে অটো ছিনতাই 

টাঙ্গাইলের মধুপুরে অটোচালক কিশোরকে খুন করে অটো ছিনতাই করার অভিযোগ পাওয়া গেছে। অটোবাইক চালকের  মরদেহ ফেলে অটোবাইক নিয়ে গেছে ছিনতাইকারীরা। 

উপজেলার মধুপুর পৌরসভার কাইতকাই এলাকার ঢাকা-জামালপুর মহাসড়কের গোলাবাড়ী নামক সেতুর  পাশে বেগুন ক্ষেত থেকে এ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গত শনিবার সন্ধ্যায়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, স্থানীয়রা রোববার বেগুনক্ষেতে কাজ করতে গিয়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে প্রতিবেশীদের জানালে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে সকাল লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের নাম মনি (১৪) সে জামালপুর জেলার সরিষাবাড়ির পুগলদীঘি গ্রামের রফিক মিয়ার ছেলে।

নিহতের বড় ভাই রবিন জানান, সে গত শনিবার ঈদের দিন অটোবাইক নিয়ে বের হয়। বাড়ি ফিরতে দেরি হওয়ায় ফোনে যোগাযোগ করলে তার ব্যবহূত মুঠোফোনটি বন্ধ দেখায়। পরে চারদিকে খোঁজাখুজি করতে থাকে। এক পর্যায়ে  সামাজিক যোগাযোগের মাধ্যমে মরদেহের ছবি দেখে তারা মধুপুর চলে আসে। মধুপুর থানায় গিয়ে মরদেহ দেখে নিহতের স্বজনরা সনাক্ত করে। 

নিহত স্বজনদের ধারণা অটোবাইক ছিনতাই করে তাকে খুন করা হয়েছে। উদ্ধাকৃত মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে  পুলিশ জানায়। 

মধুপুর থানা ওসি মাজহারুল আমিন জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণের ব্যবস্থা নেয়া হচ্ছে। মামলার  প্রস্তুতি চলছে।

টিএইচ