বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মধুপুরে পূজা মণ্ডপ পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মধুপুরে পূজা মণ্ডপ পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মধুপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু (বিপিএম-সেবা)। গত বুধবার রাতে মধুপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি সাধারণ সম্পাদকদের সঙ্গে তিনি মতবিনিময় করেন। 

উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে পুলিশ সুপার বলেন, শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে। এ লক্ষে পূজামণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডিউটিতে নিয়োজিত সব অফিসার ও ফোর্সদের নির্দেশনা প্রদান করা হয়েছে। 

সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োগ, নারী ও পুরুষের জন্য পৃথক প্রবেশ ও বের হওয়ার পথের ব্যবস্থা করা, পূজামণ্ডপে পর্যাপ্ত আলো, স্ট্যান্ডবাই জেনারেটর ও চার্জার লাইটের ব্যবস্থা করা, প্রতিটি পূজা মণ্ডপে সিসিটিভি স্থাপন, আজান ও নামাজের সময় উচ্চশব্দে মাইক ব্যবহার না করার জন্য পূজা উদযাপন কমিটির প্রতি অনুরোধ জানান।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) শরফুদ্দিন, সহকারী পুলিশ সুপার মধুপুর সার্কেল ফারহানা আফরোজ জেমি, মধুপুর থানার ওসি মো. এমরানুল কবীর, তদন্ত অফিসার রাসেল আহমেদ, পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু সুশীল কুমার দাস, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

টিএইচ