সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

মধুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মধুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুর পৌরসভাধীন আকাশী গ্রামের মাসুদ (৫০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। বুধবার (৮ মে) উপজেলার আকাশী  গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মাসুদ  মিয়া পৌর এলাকার আকাশী  গ্রামের ইন্তাজ আলীর ছেলে।  

পারিবারিক ও স্থানীয় সুত্রে জানা যায়,  মাসুদ গোসল করতে গেলে তার পানির পাম্পে কাজ না করায় সে তা ঠিক করতে যায়। এসময় অসাবধানতার কারণে বিদ্যুৎস্পৃষ্ট হন।

স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

টিএইচ