বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

মধুপুর পৌরসভার বাজেট ঘোষণা

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মধুপুর পৌরসভার বাজেট ঘোষণা

টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের ১২৬ কোটি ৬ লাখ ৯৮ হাজার ৯৯৫ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার (৭ জুলাই) পৌর ভবনের সভাকক্ষে মেয়র আলহাজ মো. সিদ্দিক হোসেন খান এ বাজেট ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন- প্যানেল মেয়র-১ ও ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. জাকিরুল ইসলাম হক ফারুক, প্যানেল মেয়র-২ ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. বেশর আলী ফকির, প্যানেল মেয়র-৩ ও সংরক্ষিত আসন ৪, ৫, ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোছা. মালেকা বেগম, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. হারুন অর রশিদ, ১নং ওয়ার্ড কাউন্সিলর রায়হান, প্রশাসনিক কর্মকর্তা মো. আনোয়ারুল কায়ছার, প্রধান সহকারী মো. শাহীন মিয়া, হিসাবরক্ষক মো. মিজানুর রহমান আসাদ, সমাজ উন্নয়ন কর্মকর্তা সোনিয়া ইয়াসমিন, বাজার পরিদর্শক মাহমুদা পারভীনসহ পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার  সাংবাদিকরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

টিএইচ