সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

মধ্যনগরে গণশুনানি অনুষ্ঠিত

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

মধ্যনগরে গণশুনানি অনুষ্ঠিত

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশ পাউবোর কর্তৃক ক্ষতিগ্রস্ত ফসল রক্ষা বাঁধ মেরামত স্ক্রিম প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) তিনটি ইউনিয়নে বংশীকুন্ডা দক্ষিণ, চামরদানী ও মধ্যনগর সদর ইউনিয়নে ধাপেধাপে দশটা, এগারোট, দেড়টায় ২০২৪-২৫ অর্থবছরের গণশুনানিতে সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব রায়। 

এ সময় উপস্থিত ছিলেন পাউবোর উপপ্রকৌশলী নুরে আলম, মধ্যনগর সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সত্তার, প্রেস ক্লাবের সভাপতি এমএ মান্নান, ওয়ার্ড সদস্য সুমন দেবনাথ, সুষীল সরকার প্রমুখ। এসময় হাওর এলাকার ক্ষতিগ্রস্ত ফসল রক্ষা বাঁধ সংস্কারে যথাসময়ে প্রকৃত সক্ষম কৃষক, এঁটেল মাটি ব্যবহার ও দ্রুত প্রকল্পের কাজ বাস্তবায়নের জন্য বক্তব্য তুলে ধরেন অংশ নেয়া কৃষক ও বক্তারা।

টিএইচ