বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মনপুরায় গৃহবধূ ধর্ষণের অভিযোগে আ.লীগ নেতার ছেলের বিরুদ্ধে মামলা 

মনপুরা (ভোলা) প্রতিনিধি

মনপুরায় গৃহবধূ ধর্ষণের অভিযোগে আ.লীগ নেতার ছেলের বিরুদ্ধে মামলা 

ভোলার মনপুরায় ফের সেই ইউনিয়ন আ.লীগ সভাপতির ছেলের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় গৃহবধূ বাদী হয়ে মনপুরা থানায় মামলা করেছেন। গত মঙ্গলবার উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সিরাজগঞ্জ নামক স্থানে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত এনাম হাওলাদার উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন আ.লীগ সভাপতি মো. জাহাঙ্গীর আলম মেম্বারের ছেলে।

মামলার বাদী ও স্থানীয়দের সূত্রে জানা জানা যায়, ঘটনার দিন সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। শারিরিক নির্যাতনের স্বীকার হওয়া গৃহবধূ তার দুই কন্যা সন্তানকে নিয়ে তার স্বামীর ঘরেই ছিলেন। গৃহবধূর স্বামী মাছ বিক্রি করতে বাজারে যায়। 

এসময় পার্শ্ববর্তী বাড়ির দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. জাহাঙ্গীর মেম্বারের ছেলে মো. এনাম হাওলাদার এসে গৃহবধূর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এবং গৃহবধূকে মুখ চেপে ধরে শারিরিক নির্যাতন করে। পরবর্তিতে গৃহবধূ ডাক চিৎকারে এলাকাবাসি ছুটে আসলে অভিযুক্ত এনাম হাওলাদার পালিয়ে যায়। খবর পেয়ে গৃহবধূর স্বামী বাড়িতে আসলে ঘটনার বর্ণনা শুনে মনপুরা থানায় এসে মামলা করেন।

তিনি আরও জানান, এনাম হাওলাদার দীর্ঘদিন যাবৎ ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। বিষয়টি তার স্বামীকে জানালে এনামের বাবার কাছে বিচার দেয়া হয়। মনপুরা থানার ওসি মো. জহিরুল ইসলাম বলেন, অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

টিএইচ