রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১
The Daily Post

মনপুরায় মানসিক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

মনপুরা (ভোলা) প্রতিনিধি

মনপুরায় মানসিক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

ভোলার মনপুরায় বিনামূল্যে মানসিক স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা করা হয়েছে। বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টসের উদ্যোগে দেশব্যাপী আউটরিচ প্রোগ্রামের অংশ হিসেবে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

ঢাকা থেকে আগত ১২ জন বিশেষজ্ঞ ডাক্তার এ স্বাস্থ্যসেবা দেন। রোববার (১৬ ফেব্রুয়ারি) উপজেলার হাজীরহাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এ ক্যাম্পে চিকিৎসা দেয়া হয়।

এসময় মনপুরার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা শত শত রোগীর পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীরাও চিকিৎসাসেবা গ্রহণ করেন। চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ওষুধ দেয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. কবির সোহেলের সার্বিক তত্ত্বাবধানে চিকিৎসা ক্যাম্পে ঢাকা থেকে আসা ডাক্তাররা হলেন, অধ্যাপক ডা. আব্দুল ওয়াহাব মিনার, ডা. রয়েল, ডা. মোহাম্মদ জামাল উদ্দিন রিয়াদ, ডা. মো. তৈয়বুর রহমান, ডা. মো. আরিফুজ্জামান, ডা. শাহাদাত হোসাইন, ডা. আইয়াজ ইব্রাহিম, ডা. শহীদুল্লাহ কাজী, ডা. মোহাম্মদ আজম ইকবাল, ডা. তানভীর হাসান, ডা. মুনিম রেজা, ডা. মো. শহিদুল ইসলাম।

টিএইচ