ভোলার মনপুরায় রামনেওয়াজ লঞ্চ ঘাটের যাত্রীদের চলাচলের একমাত্র সড়কটি ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আরও বেহাল দশায় পরিণত হয়েছে।
পিচ্ছিল কাঁদায় তৈরি হয়েছে মরণফাঁদ, হালকা বৃষ্টিতেই বেহাল হয়ে যায় রাস্তাটি। এতে লঞ্চ যাত্রীসহ ব্যবসায়ীদের মালামাল আনা নেয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
লঞ্চ টার্মিনাল থেকে নীচু হওয়ায় প্রায় জোয়ারে ডুবে যায় রাস্তাটি। লঞ্চে উঠানামা করতে নিতে হয় ছোট ছোট নৌকার সাহায্য।
মনপুরা থেকে রাজধানী ঢাকা যাওয়ার একমাত্র উপায় লঞ্চ হওয়ায় চরম দুর্ভোগের পরেও যাত্রীদের এ পথে আসা যাওয়া করতে হয়।
শুক্রবার (৫ জুলাই) সরেজমিনে গেলে ঢাকাগামী যাত্রী গোপাল বলেন, চাকরির সুবাদে প্রায় ঢাকা আসা যাওয়া করতে হয়। লঞ্চ ঘাটের রাস্তার দিকে তাকালে আর ঢাকা যেতে মন চায় না। কিন্তু অন্য কোনো উপায় না থাকায় এ পথে আমাদের বাধ্যতামূলক যেতে হয়।
রামনেওয়াজ বাজারের ব্যবসায়ী রিয়াজ বলেন, ঢাকা থেকে মনপুরায় মালামাল আনার একমাত্র উপায় লঞ্চ। তাই ব্যবসার সব মালামাল এ ঘাট দিয়েই আনতে হয়। এ রাস্তাটি খারাপ হওয়ায় অনেক সময় মালামালের ক্ষতি হয়। আমরা দ্রুত এই রাস্তার সংস্কার চাই।
এ বিষয় ভোলা বিআইডব্লিউটিএ কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানান, এখন বর্ষা মৌসুম তাই অতিরিক্ত জোয়ারে পানিতে ঘাট তলিয়ে যায়। আমি সংশ্লিষ্ট দপ্তরে কথা বলেছি দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেয়া হবে।
টিএইচ