সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

মনপুরায় হরিণের মাংসসহ যুবক আটক

মনপুরা (ভোলা) প্রতিনিধি

মনপুরায় হরিণের মাংসসহ যুবক আটক

ভোলার মনপুরায় গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মনপুরা থানার ওসি সাঈদ আহমেদের নেতৃত্বে এএসআই মো. ইয়াকুব আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে হরিণের মাংসসহ এক যুবককে আটক করে। 

ওই অভিযানের ভিত্তিতে চরযতিন ৪ নং ওয়ার্ড ফায়ার সার্ভিসের উত্তর পাশে সদর রোড থেকে ১৫ কেজি হরিণের মাংসসহ আসামি মো. কালুকে (২৮) আটক করা হয়। আসামি মো. কালু মনপুরা উপজেলার ঈশ্বরগঞ্জ ৭নং ওয়ার্ডের গেদু সর্দারের ছেলে।

এবিষয়ে মনপুরা থানার ওসি সাঈদ আহমেদ আমার সংবাদকে জানান, এই হরিণের মাংস বিক্রির সাথে আরো ৫ থেকে ৬ জন জড়িত রয়েছে। মো. কালুকে ১নং আসামি করে ওই পাঁচ-ছয়জনের বিরুদ্ধে মনপুরা থানায় একটি মামলা করা হয়েছে।

টিএইচ