সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

মসিকের ৫৭২ কোটি টাকার বাজেট অনুমোদন

ময়মনসিংহ প্রতিনিধি

মসিকের ৫৭২ কোটি টাকার বাজেট অনুমোদন

শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত বাজেট সভায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২০২৩-২০২৪ অর্থবছরের ৫৭২ কোটি ১১ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়, যার রাজস্ব বাজেট ১১১ কোটি টাকা এবং উন্নয়ন বাজেট ৪৬০ কোটি টাকা। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) এ সভায় ২০২২-২৩ অর্থবছরের ৪১৪ কোটি টাকার প্রস্তাবিত বাজেটের বিপরীতে ৪০৭ কোটি ৯৪ লাখ টাকার সংশোধিত বাজেট পাশ হয়।

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সাধারণ সংস্থাপন খাতে ব্যয় ৪৫ কোটি ২২ লাখ, শিক্ষা খাতে ব্যয় ৮৩ লাখ ৫৫ হাজার, স্বাস্থ্য খাতে ব্যয় ৩ কোটি ৬৬ লাখ, পরিচ্ছন্নতা খাতে ২৬ কোটি ৩৪ লাখ, বিদ্যুৎ প্রকৌশল/সড়কবাতি খাতে ৯ কোটি, সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়নে ১ কোটি ২০ লাখ, বিবিধ খাতে ৪ কোটি ৬৪ লাখ, পানি শাখায় ৪ কোটি ২৩ লাখ এবং উন্নয়ন হিসেবে ৪৬০ কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে।

বাজেট সভার পূর্বে শাহাবুদ্দিন মিলনায়তনে মসিকের ২২তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত হয়। সভায় ২১তম সভার সিদ্ধান্তসমূহ দৃঢ়ীকরণ, জলাবদ্ধতা নিরসনে খাল খনন, অবৈধ স্থাপনা অপসারণ, ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও বিবিধ বিষয়ে আলোচনা হয়।

সভার সভাপতি মসিক মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, ডেঙ্গু প্রতিরোধ, বর্জ্য ব্যবস্থাপনা ইত্যাদি ক্ষেত্রে ময়মনসিংহ সিটি কর্পোরেশন ভালো অবস্থানে রয়েছে। তবে এসব কার্যক্রমে সার্বিক সফলতার জন্য জনগণের সহযোগিতা একান্ত প্রয়োজন। জনসচেতনতা নিয়ে নাগরিকদের এসব কার্যক্রমে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ময়মনসিংহ সিটি কর্পোরেশনকে প্রায় ১৯শ কোটি টাকার প্রকল্প দিয়েছেন। নগরজুড়ে এসব কার্যক্রম চলমান রয়েছে। নাগরিকরা ইতোমধ্যে এর সুফল ভোগ করতে শুরু করেছে। 

এ সভায় মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী, অর্থ ও সংস্থাপন বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও প্যানেল মেয়র ০১ মো. আসিফ হোসেন ডন, প্যানেল মেয়র ০২ মো. মাহবুবুর রহমান, প্যানেল মেয়র ০৩ সামীমা আক্তার ও কাউনন্সিলররা, সচিব মো. আরিফুর রহমান, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা অসীম সাহা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা, বিভাগ ও শাখা প্রধানরা ও অন্য কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।

টিএইচ