মাগুরা মহম্মদপুরের বিনোদপুর ইউনিয়নে ভাবনপাড়ায় খুলনা বিভাগের প্রথম মডেল মহাশ্মশান নির্মিত হচ্ছে। গত শনিবার এ মহাশ্মশান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।
এই প্রকল্পটির বিশেষত্ব হলো এটি অত্যাধুনিক নকশায় তৈরি খুলনা বিভাগের প্রথম মডেল মহাশ্মশান। এছাড়াও, এ প্রকল্পে ব্যবহূত ইউনিব্লক ও অন্য সরঞ্জামাদী হবে অধিকতর টেকসই ও মান সম্পন্ন।
মহাশ্মশানটি নবগঙ্গা নদীর তীরে বিনোদপুর ইউনিয়নের ভাবনপাড়া মৌজায় অবস্থিত। সংযোগ সড়কসহ মোট ২৩.৫ শতক জমির উপর মহাশ্মশানটি অবস্থিত।
স্থানীয় সরকার বিভাগের গ্রামীণ সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এটি বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির মোট প্রাক্কলিত মূল্য ধরা হয়েছে দুই কোটি ১৮ লাখ ৩৫ হাজার ৯৯৯ টাকা।
এছাড়া, প্রকল্পটির চুক্তি মূল্য ধরা হয়েছে দুই কোটি ২৬ লাখ ৮৬ হাজার ৯০৪ টাকা ৮১ পয়সা। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সাইফুল হাসান জোয়ার্দার, বড়বাজার, চুয়াডাঙ্গাকে প্রকল্পটির কার্যাদেশ প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, মহম্মদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী, উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. রেজাউল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাসুদেব কুমার মালো, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সাদ্দাম হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
টিএইচ