সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

মহম্মদপুরে ডোবায় পড়ে শিশুর মৃত্যু 

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি  

মহম্মদপুরে ডোবায় পড়ে শিশুর মৃত্যু 

মাগুরা মহম্মদপুরে পানিতে ডুবে মেহেরিমা(২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার বড়রিয়া গ্রামের মো. আব্দুল্লাহ সরদারের কন্যা। গত বৃহস্পতিবার মহম্মদপুর সদর ইউনিয়নের শ্যামনগর গ্রামে খালুর বাড়িতে বেড়াতে গিয়ে ওই বাড়ির লোকজনের অজান্তে হঠাৎ একটি ডোবার পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়। 

স্থানীয়রা জানান,শিশুটি তার মায়ের সঙ্গে বাড়ি থেকে বেড়াতে যেয়ে এঘটনা ঘটে। ঘটনার দিন মেহেরিমার নানা সাত্তার মোল্লা তাকে ফল খেতে দিয়ে ঘরের মধ্যে যাওয়ার পরে বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে যায় শিশু মেহেরিমা। 

অনেক খোঁজাখুঁজির পর ওই শিশুটিকে ডোবা থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত্যু ঘোষণা করেন।

টিএইচ