বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মহম্মদপুরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা  

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি 

মহম্মদপুরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা  

মাগুরা মহম্মদপুর উপজেলা নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাড. আব্দুল মান্নানকে গণসংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার নহাটা রাণী পতিত পাবনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এ গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে নহাটা ইউনিয়নবাসী। 

অনুষ্ঠানের প্রথম পর্বে নবনির্বাচিত মহম্মদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছা প্রদান করে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। 

দ্বিতীয় পর্বে আলোচনা সভায় দ্বিতীয় অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মহম্মদপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আনারস প্রতীকের প্রার্থী ও উপজেলা আও.লীগের সভাপতি অ্যাড. আব্দুল মান্নান। নহাটা ইউনিয়ন আ.লীগের আহ্বায়ক মো. আলী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সিদ্দিকী লিটন। 

জেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা রেজাউল কবির সুরুজের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মিয়া প্রমুখ। এ সময় নহাটা ইউনিয়ন আ.লীগ ও উপজেলা আ.লীগের অঙ্গ সংগঠনের দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

টিএইচ