শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ ১৪৩১
The Daily Post

মহম্মদপুরে ভূমিসেবা বিষয়ে সেমিনার 

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি 

মহম্মদপুরে ভূমিসেবা বিষয়ে সেমিনার 

মাগুরার মহম্মদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমিসেবা বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মো. মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মাগুরা। 

 ইউএনও শাহীনা আক্তারের সভাপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুর রবের সঞ্চালনায় ভূমিসেবা বিষয় সেমিনারে বক্তব্য রাখেন এবং বিভিন্ন জনের প্রশ্নের উত্তর দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাসুদেব কুমার মালো, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান প্রমুখ। 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মৈমূর আলী মৃধা, মহম্মদপুর থানার ওসি মো. আব্দুর রহমান উপজেলা জামায়েত ইসলামীর আমির নূর আহম্মাদ আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন। সবশেষে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১০ জন বিজয়ী তরুণদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। 

এসময় আরও উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিরা, তরুণ প্রজন্ম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা, সাংবাদিক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। 

টিএইচ