সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

মহম্মদপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা  প্রকল্প রাজস্বখাতে হস্তান্তরের দাবি 

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি 

মহম্মদপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা  প্রকল্প রাজস্বখাতে হস্তান্তরের দাবি 

মাগুরা মহম্মদপুর উপজেলায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকলে কর্মরত সকল শিক্ষক, শিক্ষিকা ও কেয়ারটেকাররা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষক মো. মশফেকুর  রহমান, মো. শামসুল আলম, শিক্ষিকা আমিনা খানম প্রমুখ।  

জানাগেছে, জাতির বঙ্গবন্ধুর হাতে গড়া ইসলামিক ফাউন্ডেশনের বৃহৎ প্রকল্পটি রাজস্ব খাতে হস্তান্তরের দাবিতে বুধবার (২১ জুন) উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন করেন।

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ মহম্মদপুর উপজেলা শাখার আয়োজনে সকল শিক্ষক-শিক্ষিকা ও কেয়ারটেকাররা। মানববন্ধন শেষে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মাগুরা জেলা সভাপতি  ও  সাধারণ সম্পাদক মউশিক কল্যাণ পরিষদ, স্বাক্ষরিত স্মারক লিপি  মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর  উপজেলা নির্বাহী  কর্মকর্তার  মাধ্যমে এবং জেলা ইসলামিক ফাউন্ডেশন এর  উপ-পরিচালকের দপ্তরে এ স্মারকলিপি পাঠানো হয়েছে।

টিএইচ