বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মহম্মদপুরে মাঠ দিবসের উদ্বোধন করলেন জেলা প্রশাসক 

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি 

মহম্মদপুরে মাঠ দিবসের উদ্বোধন করলেন জেলা প্রশাসক 

মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউপিতে ধানকাটা মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃষকদের ধান কাটার উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।  

সূত্র জানায়, সোমবার দুপুরে জেলা প্রশাসন ও  কৃষি সমপ্রসারণ অধিদপ্তর মাগুরার আয়োজনে, উপজেলার বিনোদপুর  ইউপির   হরিণধরার মাঠে  পেয়াদাপাড়ায় এ ধান কাটার  শুভ উদ্বোধন করা হয়। আধুনিক প্রযুক্তি কম্বাইন্ড  হারভেস্টার  দিয়ে পাকা ধান কাটা হয়।

 উপজেলায় কৃষি সমৃদ্ধি ২০২২-২৩ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বাস্তবায়িত বোরো ধানের  চাষাবাদের এবং কৃষকরা সমলয়ে ৬ হাজার ৮০০ হেক্টর জমিতে বোরো হাইব্রিড ধানের চাষ  করে সাধারণ কৃষক। কৃষকদের মধ্যে  স্মর্ট কৃষি বাংলাদেশ এ লক্ষ্যে পৌঁছে দেয়ার জন্য কাজ করে যাচ্ছে,  জেলা ও উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তর। 

স্থানীয় কৃষকরা জানান, আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাকাধান কেটে দেয়া হচ্ছে স্বল্পমূল্যে। কৃষককে নিয়মিত সার ওষুধ, বীজের তদারকি করছে কৃষি অফিস। 

জেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুফি মো. রফিকুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রামানন্দ পাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মহম্মদপুর, সহকারী কমিশনার (ভূমি) বাসুদেব কুমার মালো, কৃষি অফিসার আব্দুস সোবহান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আ. হাই মিয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.  বেবী নাজনীন, ভাইস চেয়ারম্যান মো. বরকত আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানের প্রধান অতিথি মাগুরা জেলা প্রশাসক  মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, কৃষিনির্ভর অর্থনীতির এই দেশে কৃষিকে আমাদের বাঁচতে হবে। সমলয়ে চাষাবাদ মানে একই সময়ে একই জাতের ধানের বীজ বপন করা, একই সময়ে চারা রোপণ করা এবং ধান পাকার পর একই সময়ে সে ধান কর্তন করা। 

টিএইচ