বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মহম্মদপুরে স্বাধীনতা যুদ্ধের সময়কার কঙ্কালের সন্ধান 

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মহম্মদপুরে স্বাধীনতা যুদ্ধের সময়কার কঙ্কালের সন্ধান 

মাগুরা মহম্মদপুর উপজেলা সদরে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময়কার মানুষের কঙ্কালের সন্ধান মিলেছে। দেহের  হাড়গোড় মাথার খুলি দাঁতসহ  ২ টি  কঙ্কাল উদ্ধার করা হয়েছে। 

সূত্র জানায়, মঙ্গলবার (৪ এপ্রিল) উপজেলা পরিষদের ভিতরে পুরাতন হলরুমের পূর্ব প্রান্তে  কৃষি অফিসের স্টোররুম নির্মাণ কাজ  চলাকালীন সময়ে  শ্রমিকরা মাটি কাটার সময় এ  কঙ্কাল  দেখতে পান  এবং তা উদ্ধার করেন। ওই স্থানের  মাটি খুঁড়লে আরও কঙ্কাল পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে ১৯৭১ এর স্বাধীনতাযুদ্ধে মহম্মদপুর উপজেলা পরিষদের পুরাতন হলরুমের এক সময় টিটি ডিসি ভবনের ছাদে পাকিস্তানি বাহিনী ও রাজাকারদের ক্যাম্প ছিলো। ১৯৭১ সনে নভেম্বরের ১৯ তারিখ বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে স্বাধীনতারবিরোধীতাকারীদের যুদ্ধ হয়। সেই যুদ্ধে কয়েকজন শহীদ হন। 

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আ. হাই মিয়া জানান, এই কঙ্কালগুলো স্বাধীনতা যুদ্ধের বিরোধিতাকারীদের। 

এ ব্যাপারে উপজেলা নিবার্হী কর্মকর্তা রামানন্দ পাল জানান, কঙ্কালের খণ্ডিত অংশের  কথা শুনেছি। বীর মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলে জানতে পেরেছি তৎকালীন সময়ে ওখানে  রাজাকারদের ক্যাম্প ছিল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ বিষয়ে জানানো হবে।

টিএইচ