শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ ১৪৩১
The Daily Post

মহাদেবপুরে আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন 

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি

মহাদেবপুরে আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন 

নওগাঁর মহাদেবপুরে বাইপাস সড়কে (আর-৫৪৩) আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে নওগাঁ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল হকের সভাপতিত্বে উপজেলা পরিষদের ১নং গেটের উত্তর পার্শ্বে সোমবার (১১ মার্চ) এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এতে প্রধান অতিথি থেকে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আহসান হাবীব ভোদন, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহাগ। 

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. ইব্রাহিম খানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম প্রমুখ। জেলা সড়ক ও জনপথ অধিদপ্তরের এস, ভিই আহসান হাবীব জানান, ২৪ লাখ ১৯ হাজার ৯০৭ টাকার ব্যয়ে ১ কিলোমিটার আরসিসি ড্রেন নির্মাণ করা হবে। 

এর আগে এমপি সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী ২৯ লাখ ৭৫ হাজার ৮৬৫ টাকা ব্যয়ে দোহালী গ্রাম সড়ক উন্নয়ন কাজের ও ২৯ লাক ৮২ হাজার ১০ টাকা ব্যয়ে আখেড়া-নাটশাল সড়ক উন্নয়ন কাজের এবং ২৯ লাখ  ৬৭ হাজার ৭২০ টাকা ব্যয়ে ইটালী দক্ষিণ পাড়া পাকা সড়ক-সরদার পাড়া মসজিদ উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

টিএইচ