সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

মহাম্মদপুরে সাত জুয়াড়ি আটক 

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মহাম্মদপুরে সাত জুয়াড়ি আটক 

মাগুরা মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের রসুলপুর বাজার থেকে গত রোববার রাতে সহকারী পুলিশ সুপার  মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে, ওই এলাকায় অভিযান চালিয়ে  জুয়া খেলার অপরাধে বোর্ড থেকে ৭ জুয়াডিকে আটক করে পুলিশ। 

অভিযান চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন মহম্মদপুর থানার ওসি  অসিত কুমার রায়, বাবুখালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. সায়াদ উল্লাহসহ সঙ্গীয় ফোর্স। 

আটকরা হলেন, উপজেলার বাবুখালী ইউনিয়নের  রামকৃষ্ণপুর গ্রামের তৈয়ব আলী (২৭),  জাহিদুল ইসলাম  (৩৮),  ইকারুল ইসলাম  ( ৩৭), ইমরান মুন্সী  (২৬), মিন্টু মোল্লা (২৫), রিয়াজুল খান (৩৫),  লিটন খান (৩৮)।  

জুয়া বোর্ড থেকে ৮ হাজার ৭৪০ টাকা ও এক সেট তাস জব্দ করেছে পুলিশ। এ বিষয়ে মহম্মদপুর থানার ওসি অসিত কুমার রায় জানান, জুয়া খেলার অপরাধে  ৭ জনকে  আটক করা হয়েছে। এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।

টিএইচ