শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

মহেশখালীতে জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস 

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি

মহেশখালীতে জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস 

কক্সবাজারের মহেশখালীতে ১৬০০ লিটার মদ ৪৫০০ লিটার মদ তৈরির উপকরণসহ (ওয়াস) বিবিধ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। 

বুধবার (২৭ সেপ্টেম্বর) মহেশখালী আদালত চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশখালী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোয়েব উদ্দিন খান, মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী, মহেশখালী থানা অফিসার ইনচার্জ (তদন্ত)  তাজউদ্দিন, মহেশখালী মাতারবাড়ি নৌ পুলিশের ওসি মোহাম্মদ মোস্তফা ও মহেশখালী থানা সেকেন্ড অফিসার মোহাম্মদ আবুবকরসহ সংশ্লিষ্ট কতৃপক্ষের অন্য অফিসারসহ মিড়িয়াকর্মীরা।
 
জানা যায় ২০২১, ২০২২, ২০২৩ সালে বিভিন্ন সময়ে উদ্ধারকৃত অবৈধ মাদক ও মালামালগুলো একসাথে ধ্বংস করা হয়েছে। অনুষ্ঠান শেষে মহেশখালী থানার এক সংক্ষিপ্ত ব্রিফিং এ মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী ও অফিসার ইনচার্জ (তদন্ত)  তাজউদ্দিন উপস্থিত সাংবাদিকদের এ বিষয়ে জানিয়েছেন। 

টিএইচ