শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

মহেশখালীতে জলবায়ু তহবিলের দাবিতে ছাত্রদের সাইকেল র্যালি

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি

মহেশখালীতে জলবায়ু তহবিলের দাবিতে ছাত্রদের সাইকেল র্যালি

মহেশখালীতে জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতি থেকে বাঁচতে জলবায়ু তহবিলের দাবিতে ছাত্রদের সাইকেল যাত্রা কর্মসূচি পালন করেছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) উপজেলার গোরকঘাটা হাইস্কুলের প্রাঙ্গণে এ সাইকেল র্যালি হয়। 

ওয়াটারকিপার্স বাংলাদেশ, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), এশিয়ান এনার্জি নেটওয়ার্ক, এপিএমডিডির উদ্যোগে এই র্যালির আয়োজন করা হয়। সাইকেল র্যালিটি বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয় এবং বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সাইকেল র্যালি শেষে বক্তব্যে ওয়াটার কিপার্স বাংলাদেশ ও ধরিত্রী রক্ষায় আমরা মহেশখালী শাখার নেতারা বলেন, বিশ্বব্যাপী অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, বন্যা, ঘূর্ণিঝড়সহ নানা প্রাকৃতিক দুর্যোগের কারণ হিসাবে জলবায়ু পরিবর্তনকেই দায়ী করা হচ্ছে। 

দীর্ঘদিন ধরে জলবায়ু পরিবর্তন সমগ্র বিশ্বের সমস্যা হলেও বাংলাদেশের মতো দরিদ্র দেশগুলো এর ভয়াবহ পরিণতি ভোগ করছে সবচেয়ে বেশি। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত জনগণকে রক্ষা করা তাদের নৈতিক দায়িত্ব। আমরা প্রত্যাশা করি, উন্নত দেশগুলো তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে। 

সাইকেল র্যালিতে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা সকল প্রকার পরিবেশ দুষণ থেকে বাঁচতে এবং পরিবেশসম্মত মহেশখালী গড়তে সর্বসাধারণের প্রতি অনুরোধ জানান।

টিএইচ