বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

মহেশখালীতে দুদিনে ১১ আসামি গ্রেপ্তার

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি

মহেশখালীতে দুদিনে ১১ আসামি গ্রেপ্তার

কক্সবাজারের মহেশখালী থানায় দুদিনে ১১ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। হঠাৎ তৎপরতা বাড়িয়েছে মহেশখালী থানা। ১ ও ২ ডিসেম্বর দুদিনে বিদেশি অস্ত্রসহ ৮টি অস্ত্র ধরা পড়ার পর থেকে মহেশখালী থানা কর্তৃপক্ষ এমন তৎপরতা বাড়িয়েছে বলে জানা গেছে। 

৪ ডিসেম্বর গভীর রাতে মহেশখালীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার হয় ৬ জন। মহেশখালী থানার ওসি (তদন্ত) মুহাম্মদ তাজ উদ্দিন জানিয়েছে, মহেশখালী থানা অফিসার ইনচার্জ মো. কাইছার হামিদের নেতৃত্বে এস আই মহসীন চৌধুরী পিপিএম সঙ্গীয় এস আই অসীম চন্দ্র, এস আই মোশারফ, এস আই রাইটন, এ এস আই শিবল, এ এস আই নাছির, এ এস আই এজাহার, ফোর্সসহ গভীর রাতে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি ছালামত উল্লাহ (৩০), পিতা- নুরুল হক, সাং-সিপাহীর পাড়া, মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নেজাম উদ্দিন(৪০), পিতা- মৃত আ. জলিল, সাং-কুতুবজুম, মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আনছারুল করিম(২৮) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আবু বক্কর, ওয়ারেন্টভুক্ত আসামি ছদর আমিন(৪০), ওয়ারেন্টভুক্ত আসামি আলমগীর হোসেনসহ মোট ৬ জন আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয় মহেশখালী থানার পুলিশ। 

আগের রাতেও মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি এলাকা থেকে ৫ জন সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তার দেখিয়েছে মহেশখালী থানা কতৃপক্ষ। ফলে গা ঢাকা দিতে শুরু করেছে মহেশখালীর আলোচিত সন্ত্রাসীরা।

টিএইচ