আমার সংবাদ ও প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকায় লেখা লেখির জের ধরে অবশেষে প্যারাবন নিধনকারীদের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে মহেশখালী উপজেলা প্রশাসন।
এ সময় মুহাম্মদ হাবিব উল্লাহর ঘোনা থেকে প্যারাবন নিধন চক্রের একটি স্কেভেটর জব্দ করে তিন লাখ টাকা জরিমানা ও ২ জনকে আটক করা হয়েছে। তবে ১২ টির ঊর্ধ্বে প্যারাবন কেটে দখল হওয়া ঘোনার একটিও উচ্ছেদ করা সম্ভব হয়নি।
শনিবার (২৩ মার্চ) মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মিকী মারমার নেতৃত্বে সহকারী কমিশনার ভূমি মুহাম্মদ তাছবির হোসেনসহ মহেশখালী থানা ও কোস্ট গার্ডের লোকজন এই অভিযান চালিয়েছে। অভিযানে আটকরা হলেন, আবুল হোসেন, বড় মহেশখালী। এমদাদুল হক, ময়মনসিংহ।
আজকের এই অভিযানের সত্যতা স্বীকার করেছে মহেশখালীর সহকারী কমিশনার ভূমি মুহাম্মদ তাছবির হোসেন। এই অভিযানকে সাধুবাদ জানিয়ে পরিবেশবাদী সংগঠন ধরার মহেশখালীর সদস্য সচিব সাংবাদিক আজিজ সিকদার বলেন, এই অভিযান অব্যাহত রাখার পাশাপাশি অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে না পারলে মহেশখালী পানির সঙ্গে মিশে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
টিএইচ