বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

মহেশখালীর নোনাছড়িতে আগুনে পুড়েছে ১২ দোকান  

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি

মহেশখালীর নোনাছড়িতে আগুনে পুড়েছে ১২ দোকান  

কক্সবাজারের মহেশখালী উপজেলায় কালারমারছড়া বাজারে আগুনে পুড়েছে ১২ টি দোকান। শুক্রবার (৩০ আগস্ট) দোকানগুলোতে আগুন লেগেছে বলে জানান স্থানীয়রা।

স্থানীয়দের তথ্য মতে, প্রায় দু ঘণ্টা বাজারটি আগুনে  পোড়ার পর মহেশখালী উপজেলা ফায়ার সার্ভিস এসে উপস্থিত জনতার সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ভুক্তভোগী দোকান মালিকরা জানিয়েছে, তারা স্বাভাবিক নিয়মে রাতে দোকান বন্ধ করে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়লে গভীর রাতে মসজিদের মাইকে এলান শুনে বাজারে আগুন লেগেছে, দৌড়ে এসে দেখি দোকানের অনেক কিছু পুড়ে শেষ হয়ে গেছে। 

বাকি যেগুলো ছিল এগুলো আগুনের তীব্রতায় বের করতে পারেনি। তবে কোথা থেকে এই আগুনের সূত্রপাত সঠিকভাবে কেউ বলতে পারছে না। ভুক্তভোগী পরিবারের অনেকে দাবি করেন আমরা ফোন দেয়ার পরও সঠিক সময়ে ফায়ার সার্ভিস পৌঁছেনি যার দরুন আমাদের দোকানগুলো রক্ষা করতে পারিনি। 

তবে তাদের দাবি অস্বীকার করে মহেশখালী উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা রাম প্রসাদ ভক্ত জানান, মহেশখালীর দক্ষিণ প্রান্ত থেকে আগুন লাগার স্থান অনেক দূর তারপরও কালারমারছড়া নোনাছড়ি বাজারে আগুন লেগেছে বলে শুনে আমরা দ্রুত এখান থেকে রওয়ানা দিয়ে ঘণ্টার আগেই পৌঁছেছি, কিন্তু  সেখানকার উত্তেজিত জনতা আমাদের গাড়ির উপর হামলা করেছে এবং গাড়ি ভাংচুর করেছে, তারপরও এদের বুঝিয়ে আমরা কাজ শুরু করি প্রায় একঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। 

এ নিয়ে কালারমারছড়ার স্থানীয় জনতার দাবি মহেশখালীর দক্ষিণ প্রান্ত থেকে কালারমারছড়া অনেক দূর, যার দরুন বারবার আমাদের ক্ষতি হচ্ছে, আমাদের উত্তর মহেশখালীতে একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন অত্যন্ত জরুরি হয়েছে। দ্রুত সময়ে উত্তর মহেশখালীতে আমরা একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের জন্য জোর দাবি জানাচ্ছি।

টিএইচ