বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মহেশপুরে একযোগে শেষ হচ্ছে ৯ রাস্তার পিচের কাজ

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুরে একযোগে শেষ হচ্ছে ৯ রাস্তার পিচের কাজ

ঝিনাইদহ প্রজেক্টের মহেশপুরে ২০ কোটি টাকা ব্যয়ে চলমান ৯টি পিচকরণের রাস্তার কাজ একযোগে শেষ হচ্ছে। রাস্তার কাজ শেষ হতেই শুরু হয়েছে রাস্তা নির্মাণের গুণগত মান পরীক্ষার কাজও। ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি আলহাজ শফিকুল আজম খান চঞ্চল তার মেয়াদের শেষ সময়ে এ ৯টি রাস্তার জন্য ২০ কোটি টাকা বরাদ্দ নিয়ে আসেন। 

৯টি রাস্তার মধ্যে রয়েছে পদ্ম পুকুর থেকে ডাকাতিয়া, শ্রীরামপুর থেকে নাটিমা, ধান্যহাড়ীয়া থেকে গয়েশপুর, পুড়াদহ থেকে গয়েশপুর, মালাধরপুর থেকে গৌরীনাথপুর, বাঘাডাঙ্গা থেকে জিনজিরাপাড়া, সেজিয়া থেকে শ্যামকুড় হয়ে লড়াইঘাট, একাশিপাড়া থেকে তালসার ও চাপাতলা থেকে লড়াইঘাট।

মহেশপুর এলজিইডির প্রকৌশলী শাহারিয়ার আকাশ জানান, ঝিনাইদহ প্রজেক্টে মহেশপুরে ২০ কোটি টাকা ব্যয়ে ৯টি পিচকরণের রাস্তার কাজ একযোগে শেষ হয়েছে। রাস্তার কাজ শেষ হতেই জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মনোয়ার হোসেন স্যার প্রতিটা রাস্তার কাজ পরীক্ষা করেই প্রতিটা ঠিকাদারকে তাদের বিল পরিশোধ করেন। 

তিনি আরও জানান, এই প্রথম মহেশপুরে একযোগে ৯টি রাস্তার কাজ আমরা সুন্দর সুষ্ঠুভাবে করতে পেরেছি।

টিএইচ