বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মহেশপুরে কীটনাশক পানে যুবকের আত্মহত্যা

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুরে কীটনাশক পানে যুবকের আত্মহত্যা

ঝিনাইদহের মহেশপুরে পারিবারিক কলহে কীটনাশক পানে ইউসুফ নামে এক যুবকের মৃত্যু  হয়েছে। রোববার (৮ সেপ্টেম্বর) খুলনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত ইউসুফ উপজেলা ফতেপুর ইউপির সাড়াতলা গ্রামের মৃত ইমান আলীর  ছেলে।

মৃত ইউসুফের চাচাতো ভাই মিঠু বলেন, প্রথম স্ত্রী ও দুই ছেলে থাকার পরও ইউসুফ ৩-৪ মাস আগে খালাতো বোনকে দ্বিতীয় বিয়ে করে পাশ্ববর্তী খালিশপুর বাজারের পাশে বাসা ভাড়া নিয়ে রাখেন। এ নিয়ে প্রায় তাদের মধ্যে পারিবারিক ঝগড়া হতো। 

গত শুক্রবার দ্বিতীয় স্ত্রীর ওখান থেকে বাড়ি আসলে রাতে প্রথম স্ত্রীর সঙ্গে এ নিয়ে ঝগড়া হয়। পরে শনিবার মাঠে গিয়ে ইউসুফ কীটনাশক (ঘাসপোড়া) পান করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে যশোর সদর হাসপাতালে নিয়ে যায়। 

সেখানে চিকিৎসার অবনতি হলে রাতে তাকে খুলনা সদর হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। চিকিৎসাধীন অবস্থায় রোববার (৮ সেপ্টেম্বর) তার  মৃত্যু হয়।

ফতেপুর ইউপি চেয়ারম্যান গোলাম হায়দার নান্টু বলেন, মরদেহ খুলনা থেকে বাড়িতে আনা হয়েছে। থানায় আবেদনের প্রেক্ষিতে পুলিশ এসেছে, লাশের সুরতহাল চলছে।
 
টিএইচ