বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু 

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু 

ঝিনাইদহের মহেশপুরে ব্যাটারিচালিত ইজিবাইক চার্জ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম নামের এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। 

গত শুক্রবার রাতে উপজেলার নেপা ইউনিয়নের বাউলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, রফিকুল প্রতিদিনের মতো গত রাতেও ইজিবাইক চার্জ দেয়ার সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় নিহতের স্ত্রী এগিয়ে গেলে তিনিও আহত হন। 

স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করেন। নিহত রফিকুল ইসলাম ওই গ্রামের মৃত জাহাবক্সের ছেলে।

বিষয়টি জানিয়ে বাউলী গ্রামের ইউপি সদস্য মজিবর রহমান জানান, এমন দুর্ঘটনা অত্যান্ত মর্মান্তিক ও দুঃখজনক।

টিএইচ