বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মহেশপুর পৌরসভার বাজেট ঘোষণা

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর পৌরসভার বাজেট ঘোষণা

ঝিনাইদহের মহেশপুর পৌরসভার ২০২৪-২০২৫ অর্থবছরের ৬৪ কোটি ৬৯ লাখ ৪১ হাজার ১৩৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার পৌরসভার সম্মেলন কক্ষে পৌরমেয়র আব্দুর রশিদ খান এ বাজেট ঘোষণা করেন। 

পৌরমেয়রের সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে ঝিনাইদহ-৩ আসনের এমপি মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজী প্রধান অতিথি ছিলেন (ভার্চুয়াল)। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহেশপুর উপজেলা আ.লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, মহেশপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী সোহেল রানাসহ ৯টি ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

টিএইচ