শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

মহেশপুর সীমান্তে স্বর্ণের বারসহ একজন আটক

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর সীমান্তে স্বর্ণের বারসহ একজন আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ১৬ পিচ স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে ৫৮ বিজিবি। গত বৃহস্পতিবার উপজেলার যাদবপুর ইউপির পাতিলা ঈদগাহ এলাকা থেকে তাকে আটক করা হয়। ৫৮বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ৫৮বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম।

তিনি জানায়, পাতিলা সীমান্ত দিয়ে মোটরসাইকেলযোগে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পাতিলা গ্রামের মাঠের মধ্যে অবস্থান করে তারা। এ সময় ব্যালেন্স হারিয়ে মোটরসাইকেল হতে রাস্তায় পরে যাওয়া উপজেলার নেপা ইউপির বাগাডাঙ্গা গ্রামের জাফর আলীর ছেলে সেলিমকে আটক করা হয়। 

পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় ১ কোটি ৫৯ লাখ টাকা মূল্যের ১৬ পিচ স্বর্ণের বার। তার বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

টিএইচ