বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মাগুরার ২৩ গর্বিত সন্তান পেলেন সম্মাননা স্মারক

মাগুরা প্রতিনিধি

মাগুরার ২৩ গর্বিত সন্তান পেলেন সম্মাননা স্মারক

‘ভালো কাজের নাগরিক অনুশীলন, স্বীকৃতি দেবে জেলা প্রশাসন’ এ স্লোগানকে সামনে নিয়ে সহমর্মিতা ও সহানুভূতির মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে নাগরিকদের ভালো কাজের স্বীকৃতি স্বরুপ মাগুরা জেলার ২৩ জন গর্বিত সন্তানদের বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। 

মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁদের হাটে মঙ্গলবার (২ জুলাই) এ সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা স্মারক পেলেন, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, সাবেক অধিনায়ক বাংলাদেশ আবাহনীর মেহেদি হাসান উজ্জ্বল, এএফএম এহতেশামুল হক (তুহিন), সৈয়দ মাহফুজুর রহমান ইমন, অরুপ কুমার বৈদ্য, মোহাম্মদ রহমত মিয়া, ইসমাইল হোসেন, মো. মিন্টু শেখ, মেহেদী হাসান রয়েল, রুমকি সিদ্দিকা, সৈয়দ নাজমুল হাসান লোভন, রিয়াদুল ইসলাম রিংকু, কাজী শাহীন আরা, মোছা. ইমনা খাতুন, ফাহিমা খাতুন, মো. সাজিদ হোসনে, মো. মোতাহার হোসেন, ইতি রানী, মো. তিতাস আহমেদ, শামীমা সুলতানা, সাথী রানী বিশ্বাস, দিশা বিশ্বাস, তিতাস আহমেদ।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মাগুরা- ০১ আসনের এমপি সাকিব আল হাসান। তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়েছিলেন। সভাপতিত্ব করেন, মোহাম্মদ আবু নাসের বেগ জেলা প্রশাসক মাগুরা।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আ.লীগের সভাপতি আফম আব্দুল ফাতাহ এবং স্থানীয় সাংবাদিকরা। মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ মনে করেন, সমাজের সকল স্তরের জনসাধারণের সমন্বয়ে একটি অন্তর্ভুক্তিমূলক উন্নত সমাজ প্রতিষ্ঠা করতে উত্তম কাজের অনুশলীন করা আমাদের সকল নাগরিকের দায়িত্ব। সকলের ঐক্যবদ্ধ প্রয়াস-প্রচেষ্টার মাধ্যমেই জনকল্যাণমুখী মাগুরা গঠনের পথে আমরা এগিয়ে যাবো।

টিএইচ