সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

মাগুরায় ওসির প্রত্যাহার দাবিতে ছাত্র আন্দোলনের স্মারকলিপি 

মাগুরা প্রতিনিধি

মাগুরায় ওসির প্রত্যাহার দাবিতে ছাত্র আন্দোলনের স্মারকলিপি 

মাগুরা সদর থানার ওসি মেহেদী রাসেলকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবিতে নবাগত জেলা পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দিয়েছেন মাগুরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ ছাত্রছাত্রীরা।

মাগুরার সাধারণ শিক্ষার্থীর ‘দুই দফা দাবি’ উল্লেখ করে লিখিতভাবে তারা জানান, মাগুরা সদর থানার ওসি মেহেদি রাসেলের হাত ছাত্র জনতার রক্তে রঞ্জিত। আওয়ামী দোসর ছাত্র আন্দোলনে আটক ছাত্রদের পুলিশ হেফাজতে টর্চারিংয়ের নির্দেশদাতা ওসি মেহেদি রাসেলকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। 

এছাড়া মাগুরায় গত চার ও পাঁচ তারিখে আ.সন্ত্রাস কর্তৃক দুটি হত্যাযজ্ঞের ঘটনার অতিদ্রুত সময়ের মধ্যে পুলিশ বাদী হয়ে মামলা করতে হবে। এবং আসামিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এ স্মারকলিপি প্রদান করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাগুরার সাধারণ ছাত্রছাত্রীরা। 

এ সময় মাগুরা জেলা নবাগত পুলিশ সুপারের রুমে উপস্থিত ছিলেন, হাবিব খন্দকার, হাবিববুল হাসান অনিক, সিয়াম হোসেন, সাইম আহমেদ, সানজিদ আহমেদ, তিতাস আলী, আল জিহাদ, সাদিকুর রহমান, মাহির, মতিন, নাঈম, মেঘলা, মুনিয়া, ফয়সাল, ইজাজ, আরমান, শাওন, রেজওয়ান, খালিদ, সোয়ান, সাব্বির, আশফাকুরসহ অনেকে সাধারণ ছাত্রছাত্রীরা।

এ সময় মাগুরা জেলার নবাগত পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, আমি নতুন এসেছি, আপনাদের স্মারকলিপি পেলাম। আমি পুলিশ মহলের সঙ্গে কথা বলে আলোচনা করে ব্যবস্থা নিব। 

টিএইচ