বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মাগুরায় গরুহাটে ক্রেতার টাকা ছিনিয়ে নিল দুর্বৃত্তরা 

মাগুরা প্রতিনিধি

মাগুরায় গরুহাটে ক্রেতার টাকা ছিনিয়ে নিল দুর্বৃত্তরা 

মাগুরা রামনগর গরুহাটে ক্রেতাকে মারপিট করে এক লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার এ ঘটনা ঘটে। কোরবানি ঈদ উপলক্ষে কামারখালী বাজার এলাকা থেকে রামনগর গরুর হাটে পশু ক্রয় করতে আসেন ভুক্তভোগী ক্রেতারা। এ সময় গরু ক্রেতাকে  চাপাতি দিয়ে আঘাত করে টাকা ছিনিয়ে নেন দুর্বৃত্তরা।

তারি জেরে গত শনিবার সন্ধ্যায় ভুক্তভোগী গরুর ক্রেতা মাগুরা সদর থানায় এসে ১৩ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন। অভিযোগপত্র থেকে জানা যায়, আসামিরা হলেন, শওকত বিশ্বাস, সাহারুল বিশ্বাস, জিন্না বিশ্বাস, শৈবাল বিশ্বাস, জিহাদী বিশ্বাস, বিলা বিশ্বাস, রেজাউল, খায়রুল, রুহুল, মাহমুদ, জাহিদ, ফরহাদ ও ইব্রাহিম বিশ্বাস। সবাই মাগুরা সদরের বাগবাড়িয়া ও পাথুরিয়া গ্রামের বাসিন্দা। 

এ বিষয় নিশ্চিত মাগুরা সদর থানার ইনচার্জ শেখ সেকেন্দার আলী মুঠোফোনে দৈনিক আমার সংবাদকে বলেন, সন্ধ্যায় একটি অভিযোগ দাখিল করেছেন ভুক্তভোগীরা। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তদন্ত সাপেক্ষে আইনগতভাবে ব্যবস্থা নেয়া হচ্ছে। এখন পর্যন্ত আসামিপক্ষের কেউ গ্রেপ্তার হননি তবে প্রক্রিয়াধীন রয়েছে।

ঈদকে ঘিরে মাগুরায় গবাদিপশুর হাটে নিরাপত্তা জোরদার করেছে মাগুরা জেলা পুলিশ। ছিনতাই, চাঁদাবাজি রোধে পশুর হাটগুলোতে বসানো হয়েছে সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরা। অজ্ঞান, মলম পার্টির তৎপরতা ও পশুবাহী গাড়িতে চাঁদাবাজি বন্ধে পদক্ষেপ নেয়া হয়েছে। জেলাবাসীর দাবি, এসব পদক্ষেপ যেন শুধু ঘোষণা হয়ে না থাকে, সঠিকভাবে কার্যকর হয়।

টিএইচ