সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

মাগুরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা 

মাগুরা প্রতিনিধি

মাগুরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা 

মাগুরার শ্রীপুর উপজেলা বিএনপির উদ্যোগে গত শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলার ৮টি ইউনিয়নের বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে উপজেলা পরিষদ মাঠে সমবেত হয়। শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরোর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন মাগুরা জেলা বিএনপি নেতা মনোয়ার হোসেন খান।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক কুতুব উদ্দিন আহম্মদ,জেলা বিএনপি নেতা অ্যাড. শাহেদ হাসান টগরসহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। 

আলোচনা সভা শেষে শ্রীপুর উপজেলা মাঠ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয় শ্রীপুর উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়।

টিএইচ