সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

মাগুরা ও যশোরে সড়কে ঝরল চার প্রাণ

নিজস্ব প্রতিবেদক

মাগুরা ও যশোরে সড়কে ঝরল চার প্রাণ

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মাগুরার শালিখায় তিনজন ও যশোরের চৌগাছায় একজন নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

মাগুরা : মাগুরার শালিখা উপজেলার ছয়ঘড়িয়া মহাসড়ক দুর্ঘটনায় দুজন নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।

আহতদের মাগুরা সদর হাসপাতাল ও বাঘারপাড়ার একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই নারী হলেন-যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের নিতাই দের স্ত্রী নিরুপমা দে ও একই গ্রামের নারায়ণ চন্দ্র দের স্ত্রী পুষ্প রানী দে। এছাড়া মাগুরা সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান নারিকেলবাড়িয়ার মধু শিকদার।

মাগুরার শালিখা থানার ওসি মিলন কুমার ঘোষ ও ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা জানান, মাগুরার খামার পাড়া হয়ে নতুন বাজার চঞ্চল গোসাইয়ের আশ্রমে নামযজ্ঞ অনুষ্ঠান দেখে ফেরার পথে ছয়ঘড়িয়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। 

তারা আরও জানান, সিএনজিতে ড্রাইভারসহ মোট দশজন ছিলেন। এর মধ্যে পাঁচ থেকে ছয়জন নারী। আহত দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নিহত নিরুপমা দের স্বামী নিতাই দে ও সিএনজিচালক বাবলু হোসেন, মায়া রানী কুন্ডু আলফাডাঙ্গা, ফরিদপুর, জৌতি দে শিল্পী নাড়িকেল বাড়ি বাঘারপাড়া, যশোর। প্রথমে নারিকেলবাড়িয়ায় একটি ক্লিনিকে আনা হয়। অবস্থার অবনতি হলে তাদের মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে আনা হয়েছে।

চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় নিজের নসিমনের নিচে পড়ে বিশারত আলী নামের এক চালকের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মার্চ) উপজেলার মহেশপুর-চৌগাছা সড়কের ফাসতলা নামক স্থানে এই ঘটনা ঘটে।  

নিহত বিশারত আলী চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলার দামুড়হুদা ইউনিয়নের হরিশ্চন্দ্র পুর গ্রামের সিয়াম আলীর ছেলে। বিশারত আলী পেশায় একজন বিচালি (ধানের খড়) ব্যবসায়ী। তিনি বিচালি কেনার জন্য চৌগাছায় যাচ্ছিলেন। ফাসতলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে তার নসিমন গাড়ি রাস্তার পাশে উল্টে পড়ে। 

এ সময় নসিমনের নিচে চাপাপড়ে চালক বিশারত। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতের মরাদেহ চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে রয়েছে।

টিএইচ