বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মাগুরা গাঁজাসহ আসামি আটক 

মাগুরা প্রতিনিধি

মাগুরা গাঁজাসহ আসামি আটক 

মাগুরার সদর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সোমবার (১ জুলাই) এ অভিযান পরিচালনা করা হয়।

সদর থানা তথ্য সূত্রে জানা গেছে, সদর থানার ওসি মেহেদী রাসেলের তত্বাবধানে সদর থানাধীন শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্পের এসআই (নি.) মো. কামরুজ্জামান সঙ্গীয় অফিসার ফোর্স সিংহডাঙ্গা দক্ষিণপাড়া এলাকা হতে পলাশ মণ্ডলকে গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করেন। 

মাগুরা জেলা পুলিশ সুপার মো. মশিউদ্দৌলা রেজা, পিপিএম (বার) জনান, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছে। জেলা পুলিশকে মাদকবিরোধী অভিযান পরিচালনার নির্দেশ প্রদান করা হয়েছে। 

এই সংক্রান্তে মাগুরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদক মামলা রুজু হয়েছে।

টিএইচ