শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

মাটিরাঙ্গাতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ সহায়তা দিলেন ইউএনও 

খাগড়াছড়ি প্রতিনিধি

মাটিরাঙ্গাতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ সহায়তা দিলেন ইউএনও 

অবিরাম  বর্ষণের কারণে পাহাড় ধ্বসে খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভা ও বেলছড়ি ইউনিয়নের ২টি পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। 

গত মঙ্গলবার মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ড নবীনগর এলাকায় প্রবল বৃষ্টির কারণে পাহাড় ধসে সাদ্দাম হোসেনের ঘরের দেয়াল ভেঙে খাটের উপর পড়ে বাড়িটি ক্ষতিগ্রস্ত হয় অপর দিকে একই দিনে বেলছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের সামাদ মেম্বারপাড়া এলাকায় প্রবল বৃষ্টির কারণে পাহাড় ধসে বাবুল মিয়ার ১টি সেমি পাকা বাড়ির ২ রুমের দেয়াল ভেঙে এ দুর্ঘটনা ঘটে। 

ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী ও মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহম্মেদ ত্রাণ সামগ্রী পৌঁছে দেন। 

প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী। এসময় মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ইশতিয়াক আহম্মেদ, বেলছড়ি ইউপি চেয়ারম্যান মো. রহমত উল্লাহ, মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী, বেলছড়ি ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আল আমিন উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা ইউএনও ডেজী  চক্রবর্তী জানান, মাটিরাঙ্গা উপজেলায় ৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুতসহ দুর্যোগ মোকাবেলায় সবধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাটিরাঙ্গা পৌরসভা ও বেলছড়ি ইউনিয়নে পাহাড় ধসে ২টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছি।

টিএইচ