শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

মাটিরাঙ্গায়  সার ও বীজ মনিটরিং কমিটির সভা  

খাগড়াছড়ি প্রতিনিধি

মাটিরাঙ্গায়  সার ও বীজ মনিটরিং কমিটির সভা  

মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) উপজেলা সম্মেলন কক্ষে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির  সদস্য সচিব ও উপজেলা কৃষি অফিসার মো. সবুজ আলীর সঞ্চালনা করেন, সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী। 

এসময় উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম, উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য মাটিরাঙ্গা উপজেলা সমবায় কর্মকর্তা মো. আমান উল্লাহ খান, উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য তবলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূইঁয়া,  উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য মাটিরাঙ্গা থানার প্রতিনিধি উপ-পরিদর্শক মো.  মাঈন উদ্দিন, পলাশপুর ৪০বিজিবি জোনের প্রতিনিধি সুবেদার মো. জসীম উদ্দিন, কৃষক প্রতিনিধি মো. ওয়ালি উল্ল্যাহ, মাটিরাঙ্গা উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আমির হোসেন, মাটিরাঙ্গা উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. নূর মোহাম্মদ, খাগড়াছড়ি জেলা বিসিআইসি সার ডিলার এসোসিয়েশন বিএফ এর সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের, মাটিরাঙ্গা উপজেলা  মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. জসীম উদ্দিন জয়নালসহ উপজেলার বিসিআইসি ডিলাররা উপস্থিত ছিলেন। 

উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির  সদস্য সচিব ও উপজেলা কৃষি অফিসার মো. সবুজ আলী এর বক্তব্যে বলেন, উপজেলার প্রতিটি সার ও বীজ ডিলারের দোকানে সাইনবোর্ড প্রদর্শন করতে হবে, সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকের কাছে বিক্রয় নিশ্চিত করার জন্য ডিলারদের প্রতি আহ্বান জানান তিনি।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী বলেন, প্রকৃত কৃষকের মাঝে সার নির্ধারিত সরকারি মূল্যে বাজারজাত করার লক্ষ্যে নির্দেশনা প্রদান করা হয়। প্রতিটি ইউনিয়নের জন্য নিয়োগপ্রাপ্ত ডিলার তাকে সেই ইউনিয়নের সার মজুত নিশ্চিত করতে হবে এবং কৃষকদের সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি করার জন্য আহ্বান জানান।

টিএইচ